Views Bangladesh Logo

প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

৩ বছরের ক্যারিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দেয়া শাহরুখ খান প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘জিরো’ ছবির পর কয়েক বছরের বিরতির পর তিনি রাজকীয় প্রত্যাবর্তন করেছেন। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ ধারাবাহিকভাবে সুপারহিট হওয়ায় তার ক্যারিয়ারের ষোলো আনাই যেন পূর্ণ হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেরা অভিনেতা হিসেবে শাহরুখের হাতে পুরস্কার তুলে দেন।

পোল্যান্ডে ‘কিং’ ছবির কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করতে দিল্লিতে আসা শাহরুখ অনুষ্ঠানে প্রবেশেই বন্ধু রানি মুখার্জির সঙ্গে কুশল বিনিময় করেন। সঞ্চালক তাকে ‘কিং অব আর্টস’ সম্বোধন করলে উড়ন্ত চুমু ছুড়ে প্রতিক্রিয়া জানান।

আগস্টে প্রকাশিত তালিকায় ‘টুয়েলভথ ফেল’-এর জন্য বিক্রান্ত মাসেও সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।

একই মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মান দেয়া হয়েছে দক্ষিণী মেগাস্টার মোহনলালকে। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছেন ‘কাঁঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিনটি জাতীয় পুরস্কার অর্জন করেছে ‘সাম বাহাদুর’ টিম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ