ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লায় শফিকুর, ধানের শীষে শফিকুল
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। অন্যদিকে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনি প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। আর মো. মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক।
এছাড়া ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মো. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এছাড়াও গণফোরামের এ. কে. এম. শফিকুল ইসলাম, জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আশফাকুর রহমান এবং জাতীয় পার্টির মো. সামসুল হককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন দলটির সেক্রেটারি জেনারেল (মিডিয়া) এহসান মাহবুব।
সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন আজ (২১ জানুয়ারি)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে