Views Bangladesh Logo

যুদ্ধবিরতির পরও গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট: ডব্লিউএইচও

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি 'বিপর্যয়কর' রয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়ায় পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ গাজায় পৌঁছাতে পারছে না।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, প্রতিদিন দুই হাজার টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও বর্তমানে মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় ঢুকছে। ফলে এক-চতুর্থাংশ জনগণ, যার মধ্যে ১১ হাজারের বেশি গর্ভবতী নারীও আছেন, অনাহারে ভুগছেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, 'যা ত্রাণ ঢুকছে, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।' আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল নির্বিচারে ত্রাণবাহী ট্রাক আটকে দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ