Views Bangladesh Logo

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

ফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড়শো জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং এখনও উদ্ধার তৎপরতা চলছে। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, রাজধানী কাবুল থেকেও ভূকম্পন অনুভূত হয়। মাজার-ই-শরীফে ভূমিকম্পের সময় অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বাড়িঘর ধসে পড়ার আশঙ্কায় তারা খোলা জায়গায় রাত কাটান।

এর আগেও আফগানিস্তান ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়েছে। গত আগস্টে ৬ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা যান—যা আফগানিস্তানের ইতিহাসে অন্যতম সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

তালেবান ক্ষমতা দখলের পর ২০২১ সাল থেকে দেশটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ২০২৩ সালে হেরাত প্রদেশে ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।

ভূমিকম্পপ্রবণ এই দেশটি হিন্দুকুশ পর্বতশ্রেণির কাছে অবস্থিত, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ