Views Bangladesh Logo

নেপালে তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু

নেপালের মাউন্ট ইয়ালুং রি শৃঙ্গে তুষারধসে সাতজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক ও দু’জন নেপালি গাইড রয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত বিদেশি পর্বতারোহীদের পরিচয় ও জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে নেপালে বিরূপ আবহাওয়া বিরাজ করছে এবং পাহাড়ি অঞ্চলে তুষারঝড়ের ঘটনাও ঘটেছে।

তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। উদ্ধারকারী একটি হেলিকপ্টার পাঠানো হলেও খারাপ আবহাওয়ার কারণে তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে। থাপা জানান, মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে।

মাউন্ট ইয়ালুং রি শৃঙ্গটির উচ্চতা ৫ হাজার ৬০০ মিটার (১৮ হাজার ৩৭০ ফুট)। এটি তুলনামূলকভাবে নতুন পর্বতারোহীদের জন্য সহজতর একটি পর্বত হিসেবে পরিচিত। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে অন্যতম মাউন্ট এভারেস্ট।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ