Views Bangladesh Logo

‘সার্ভিসিং২৪ ক্লায়েন্ট’ অ্যাপ দিচ্ছে এএমসি সেবার সেরা সমাধান

Press Release

প্রেস রিলিজ

র্তমানে প্রযুক্তিনির্ভর সেবায় প্রতিষ্ঠানগুলো শুধু হার্ডওয়্যার ক্রয় করেই দায়িত্ব শেষ করে না, বরং সেই ডিভাইসের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতেই বেছে নেয় অ্যানুয়াল মেইনটেন্যান্স কনট্রাক্ট (এএমসি) সেবা। এ ধরনের কনট্রাক্টের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ডিভাইস ও অন্যান্য আইটি ডিভাইস নিরাপদ এবং কার্যক্ষম থাকে। এই এএমসি সেবাকে আরও সহজলভ্য করছে ‘সার্ভিসিং২৪ ক্লায়েন্ট’ অ্যাপ। ওয়েব ও মোবাইলভিত্তিক এই অ্যাপ সল্যুশনের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন সার্বক্ষণিক সেবা।

সাধারণত অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইইএম) কোম্পানিগুলোর এএমসি সেবা বেশ ব্যয়বহুল এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষ হয়ে থাকে। সেখানে এসএলএ, রেসপন্স টাইম বা হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট অনেক সময় সীমাবদ্ধতার মধ্যে পড়ে। তাছাড়া পুরোনো মডেলের ইকুইপমেন্টের স্পেয়ার পার্টস পাওয়া কঠিন হয়ে পড়ে, যা সিস্টেম ডাউনটাইমের কারণ হয়। এছাড়া একই ডেটা সেন্টারে বিভিন্ন ব্র্যান্ডের হার্ডওয়্যার থাকলে ওইইএম সাধারণত শুধু তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়েই কাজ করে। এতে সমন্বয় জটিলতা তৈরি হয়।

গ্রাহকদের আরও যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো হলো অতিরিক্ত খরচ, দীর্ঘ ডাউনটাইম, সীমিত কভারেজ (শুধুমাত্র নির্দিষ্ট ব্র্যান্ড বা মডেল), স্পেয়ার পার্টস সরবরাহে দীর্ঘ সময়, অন-সাইট সাপোর্টে বিলম্ব, পুরোনো মডেলের ইওএল/ইওএসএল পণ্যে সাপোর্ট না থাকা ইত্যাদি।

তাই অনেক প্রতিষ্ঠান এখন থার্ড-পার্টি সেবার মাধ্যমে তাদের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ডিভাইস ও অন্যান্য আইটি ডিভাইস কার্যক্ষম রাখছে। সার্ভিসিং২৪-এর থার্ড-পার্টি এএমসি সেবা একটি কাস্টমাইজড ও ব্যয়সাশ্রয়ী সমাধান, যা শুধু হার্ডওয়্যার মেইনটেন্যান্স নয়, বরং গ্রাহকের হাতে পুরো সিস্টেমের স্মার্ট কন্ট্রোল তুলে দিচ্ছে।

এর মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন, রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকিং, সার্ভিস রিপোর্ট ও এএমসি স্ট্যাটাস মনিটরিং স্পেয়ার পার্টস রিকোয়েস্ট ও টিকিট ম্যানেজমেন্ট, দ্রুত ও সহজ ইন্টারফেস, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসের জন্য একীভূত এএমসি সাপোর্ট। এছাড়া গ্রাহকরা আরও পাবেন ইওএল/ইওএসএল প্রোডাক্টের জন্য বিশেষায়িত সাপোর্ট ও স্পেয়ার পার্টস, দ্রুত অন-সাইট সার্ভিস (এসএলও অনুযায়ী), পার্ট রিপ্লেসমেন্ট, ট্রাবলশুটিং ও ফার্মওয়্যার আপডেটসহ সম্পূর্ণ কভারেজ, ২৪/৭ হেল্পডেস্ক ও টেলি-সাপোর্ট, দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সার্ভিস, ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব টেক সল্যুশন।

সার্ভিসিং২৪-এর এই অ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই টিকিট তৈরি করা থেকে শুরু করে আইটি সিস্টেমের সব ধরনের আপডেট, রিয়েল-টাইম ট্র্যাকিং ও মনিটরিং সবকিছু এক জায়গা থেকেই জানতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই অ্যাপভিত্তিক সেবা সম্পর্কে সার্ভিসিং২৪-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসির ফিরোজ বলেন, “আমাদের সেবাকে আরও নির্বিঘ্ন করতে আমরা অ্যাপভিত্তিক পূর্ণাঙ্গ সল্যুশন এনেছি। এতে গ্রাহকদের আর কোনো বাড়তি ভোগান্তি পোহাতে হবে না। ক্লায়েন্ট ও ইউজারদের ফিডব্যাক এই অ্যাপের পরবর্তী হালনাগাদের জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, তারা এই সল্যুশনের মাধ্যমে উপকৃত হবেন।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ