Views Bangladesh Logo

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করা হবে: আইন উপদেষ্টা

ইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করা হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিচার বিভাগের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে চলমান একাধিক আইনগত সংস্কারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।

ড. নজরুল আরও বলেন, বুধবার থেকে অনলাইনে জামিন বন্ডের কার্যক্রম শুরু হবে, যাতে জামিনের পর হয়রানি ও অনাবশ্যক ধাপ কমে আসে।

তিনি জানান, বর্তমানে আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে মুক্তি পেতে মোট ১২টি ধাপ পেরোতে হয়—যার কিছু ধাপে অর্থও লাগে। এই জটিলতা ও হয়রানি দূর করতে আমরা অনলাইন বেল বন্ড ব্যবস্থা চালু করছি। জামিন মঞ্জুর হওয়ার পর এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে বন্ড চলে যাবে।

তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্ত করা হবে—এর মধ্যে রয়েছে স্বতন্ত্র বিচার সচিবালয় আইন, বলপ্রয়োগে গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও মানবাধিকার আইন।

অনলাইন জামিন ব্যবস্থা প্রথমে পাইলট প্রকল্প হিসেবে চালু হবে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, এক ক্লিকের মাধ্যমে আদালতের রায় থেকে সরাসরি আসামির অবস্থানস্থল কারাগারে বেল বন্ড পৌঁছে যাবে। এটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে তৈরি হয়েছে, কোনো বাইরের সহায়তা ছাড়াই।

সরকারের আর্থিক সক্ষমতার উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকারের পর্যাপ্ত অর্থ আছে। যেমন প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে ১ হাজার ৬০০ কোটি টাকা, রেজিস্ট্রারের দপ্তরে আছে ১ হাজার ৫০০ কোটি টাকা। নিজেদের অর্থেই আমরা কার্যকর সংস্কার করতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর. হকও অনুষ্ঠানে বক্তব্য দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ