Views Bangladesh Logo

ইমরান খানের খোঁজের দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গুঞ্জন থামছেই না। কয়েকদিন ধরে তার মৃত্যু হয়েছে- এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকার বা কারা কর্তৃপক্ষ কেউই তার বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে পারছেন না। এতে উদ্বেগ আরও বেড়েছে সমর্থকদের মধ্যে।

এই পরিস্থিতিতে ইমরান খানের খোঁজ জানাতে সরকারের প্রতি চাপ তৈরি করতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয় তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ ঠেকাতে শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা- সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণায় জানান, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শহরে ১৪৪ ধারা থাকবে। এ সময়-

যেকোনো সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ, শোভাযাত্রা এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।

লাঠি, শূল, গুলতি, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামগ্রী বহন নিষেধ।

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না; উসকানিমূলক বক্তব্যও নিষিদ্ধ।

পুলিশের আরোপ করা যেকোনো নিয়ন্ত্রণ বা ব্যারিকেড অপসারণের চেষ্টা করা যাবে না।

মোটরসাইকেলে পেছনে যাত্রী বহন নিষিদ্ধ।

মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রশাসনের দাবি, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ