Views Bangladesh Logo

ঢাকায় স্কুলে শিশুকে নির্যাতনের ‘গোপন’ ফুটেজ ভাইরাল

রাজধানীর একটি বেসরকারি স্কুলের ভেতরে এক শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের গোপন সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

১৮ জানুয়ারির ওই ফুটেজে দেখা যায়, নয়াপল্টনের শরমিন একাডেমির মালিক শরমিন নামে এক নারী প্রায় চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক টেনে স্কুলের অফিস কক্ষে নিয়ে যাচ্ছেন। শিশুটি স্কুল ইউনিফর্ম পরিহিত ছিল। সেখানে তাকে একটি ডেস্কের পেছনে বসে থাকা এক ব্যক্তির সামনে নেওয়া হয়, যাকে শরমিনের স্বামী বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, সোফায় বসে ওই নারী বারবার শিশুটিকে চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। একপর্যায়ে ওই ব্যক্তি একটি স্ট্যাপলার হাতে নিয়ে শিশুটির মুখে স্ট্যাপল দেওয়ার হুমকি দেন। পুরো সময়জুড়ে শিশুটিকে ভয়ে কাঁদতে দেখা যায়, অথচ নির্যাতনের সময় ওই নারীকে হাসতে দেখা গেছে।

এই ফুটেজটি ফেসবুকে শেয়ার করেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন। তিনি এটিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের কীভাবে শাস্তি দেওয়া হয় তার একটি ‘নমুনা চিত্র’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানান এবং শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিুরুজ্জামান জানান, পুলিশ ইতোমধ্যে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছে।

তিনি বলেন, পরিবারটি তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তারা পারিবারিকভাবে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। তিনি আরও বলেন, অভিযোগ বা এফআইআর দায়ের হলে মামলাটি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১১ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তিকে শিশুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করা হয়। একই বছরে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব স্কুলে ‘করপোরাল পানিশমেন্ট’ নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ