রাজস্থানে স্কুল ভবন ধস, ৭ শিশুর মৃত্যু
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে সাত শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই দুর্টনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনাটি ঘটে। এ সময় প্রায় ৬০ জন শিশুসহ শিক্ষক ও কর্মচারী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদমাধ্যমটির সূত্র মতে, এই ভবনটি বেশ জরাজীর্ণ ছিল। এর আগেও এটি নিয়ে একাধিকবার অভিযোগ উত্থাপন করা হয়েছিল।
এর আগে শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, ‘আমি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করে কী কারণে ভবনটি ধসে পড়েছে তাও খতিয়ে দেখা হবে। ’
‘হৃদয়বিদারক’ এই ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এ বিষয়ে এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে