‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রিভিউ আবেদনের রায় বৃহস্পতিবার
‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ সংক্রান্ত রিভিউ পিটিশনের রায় ঘোষণার জন্য আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই ওয়ারেন্ট রাষ্ট্রের কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পদমর্যাদা ও রাষ্ট্রীয় প্রটোকল নির্ধারণ করে।
বুধবার (৬ আগষ্ট) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
এর আগে রিভিউ আবেদনের ওপর গত ৩০ জুলাই শুনানি শেষে আদেশের জন্য ৬ আগস্ট তারিখ ধার্য করেছিলেন আপিল বিভাগ।
এদিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনিক আর হক।
মামলাটির সূত্রপাত হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৯ জানুয়ারি দ্রুত রিভিউ শুনানির আবেদন থেকে। এই রিভিউ আবেদনের শুনানি শুরু হয় গত ২৭ এপ্রিল।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে ২০১৫ সালের ১১ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে সাংবিধানিক পদাধিকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়। এর পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়।
রায়ে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রটোকল শুধুমাত্র আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হবে এবং এটি নীতিনির্ধারণ বা অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলবে না।
২০০০ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধনের পর এই বিরোধের সূত্রপাত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান এর বৈধতা চ্যালেঞ্জ করেন, যার ফলে ২০১০ সালে হাইকোর্ট সংশোধিত নথিটি অবৈধ ঘোষণা করে এবং বেশ কিছু নির্দেশনা জারি করে।
আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ে এই বিষয়ে চূড়ান্ত সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে