Views Bangladesh Logo

সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ আর নেই

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মারা যাওয়ার আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করছিলেন শেখ আবদুল আজিজ আল শেখ। এর পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ‘কাউন্সিল অব সিনিয়র স্কলার্স’-এর প্রধান হিসেবেও ছিলেন তিনি।

১৯৪৩ সালে জন্ম নেয়া শেখ আবদুল আজিজ আল শেখ ইসলামিক বিশ্বে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত ছিলেন। কয়েক দশক ধরে সৌদি আরবের ধর্মীয় চিন্তাধারা ও দিকনির্দেশনা গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন তিনি।

এ ছাড়াও হজের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক খুতবা দেয়ার কৃতিত্বও অর্জন করেন শেখ আবদুল আজিজ আল শেখ, যেখানে তিনি মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে আগত লাখো হাজিদের উদ্দেশে ভাষণ দেন।

এসপিএ জানিয়েছে, মঙ্গলবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজের পর মরহুম গ্র্যান্ড মুফতির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নির্দেশ দিয়েছেন, শেখ আবদুল আজিজের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববী এবং রাজ্যের সকল মসজিদে আসরের নামাজের পর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের কয়েক দশকের সেবা এবং 'কাউন্সিল অফ সিনিয়র স্কলার্স'-এর নেতৃত্ব তাকে সৌদি আরবের ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে একটি কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত করেছিল। তার প্রদত্ত খুতবা, ফতোয়া এবং দিকনির্দেশনা কেবল সৌদি আরবেই নয়, সমগ্র মুসলিম বিশ্বেও অনুসরণ করা হতো।

তার ইন্তেকালের মধ্য দিয়ে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের একটি যুগের অবসান ঘটল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ