২০ বছর কোমায় থাকার পর সৌদি প্রিন্সের মৃত্যু
প্রায় দুই দশক কোমায় থাকার পর মারা গেছেন সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। শনিবার এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। ওই সময় তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার ফলে তিনি কোমায় চলে যান। এরপর দীর্ঘ ১৯ বছর ধরে তিনি কোমায় ছিলেন। এই দীর্ঘ সময়ের জন্যই তাকে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে আখ্যায়িত করা হয়।
আল-ওয়ালিদের সুস্থতার জন্য তার পরিবার দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। পাঁচ বছর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি সামান্য আঙুল নাড়াচ্ছেন। এ ভিডিও প্রকাশের পর তার আরোগ্যের আশায় অনেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে