Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দেশটি যুক্তরাষ্ট্রে বর্তমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে তা প্রায় ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন, 'আমরা আশা করছি আজ বা কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবো যে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া হবে।'

প্রিন্স জানান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হতে যাচ্ছে, যা উভয় দেশের জন্য 'বড় বিনিয়োগ সুযোগ তৈরি করবে।'

এসময় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, 'মানে, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?' জবাবে এমবিএস আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 'অবশ্যই, আজ যে চুক্তিগুলো হচ্ছে সেগুলোই এটি সম্ভব করবে।'

ট্রাম্পও বিনিয়োগ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, 'আপনাকে ধন্যবাদ, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। তিনি যেহেতু আমার বন্ধু, তাই হয়তো বিনিয়োগ আরও বাড়তে পারে— তবে আমাকে এ বিষয়ে একটু কাজ করতে হবে।'

তিনি আরও বলেন , '৬০০ বিলিয়ন নিশ্চিতভাবেই ধরা যায়, তবে অঙ্কটি আরও বাড়ার সম্ভাবনা আছে।'

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ বলেন, ট্রাম্প ও এমবিএসের বৈঠক দুই দেশের সম্পর্কের জন্য 'অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।' তিনি জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা দুই দেশের বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় যৌথ সহযোগিতা আরও জোরদার করবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ