সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পেতে যাচ্ছে বিদেশিরা
এক ঐতিহাসিক নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে সৌদি আরব একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে দেশটির নির্বাচিত শহুরে সম্পত্তি কেনার অনুমতি পাবেন বিদেশি নাগরিকরা। ২০২৬ সালের জানুয়ারি থেকে আইনটি কার্যকর হবে।
নতুন এই আইনের আওতায় রিয়াদ ও জেদ্দায় নির্ধারিত এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশলের অংশ।
সরকারি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীতেও বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ দেয়া হতে পারে, তবে তা কঠোর বিধিনিষেধের আওতাভুক্ত থাকবে।
এই ঘোষণার পরেই সৌদি আরবের আবাসন খাতে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। আগামী কয়েক মাসে রিয়েল এস্টেট জেনারেল অথরিটি বিস্তারিত নির্দেশিকা এবং বাস্তবায়ন কৌশল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই আইনটি কার্যকর হলে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন বাজারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে। সিদ্ধান্তটি দেশের অন্যান্য বড় উন্নয়ন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে রয়েছে রিয়াদের 'নিউ মুরাব্বা' প্রকল্পের কেন্দ্রীয় ‘মুকআব’ গগনচুম্বী ভবন এবং ইতোমধ্যে চালু হওয়া বিলাসবহুল রেড সি রিসোর্টগুলো।
এই নীতিগত পরিবর্তনকে ২০৩০ সালের আগ পর্যন্ত পর্যটন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং মূলধনী প্রবাহ বৃদ্ধির সম্ভাব্য অনুঘটক হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে