নতুন হত্যা মামলায় শ্যো’ন অ্যারেস্ট সালমান-আনিসুলসহ চারজন
জুলাই গণআন্দোলনে রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যো’ন অ্যারেস্ট) আদালত।
অন্য দুজন হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।
সোমবার (২২ সেপ্টেম্বর) পুলিশের আবেদনে তাদেরকে নতুন এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত।
আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে