Views Bangladesh Logo

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৯ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাদের গ্রেপ্তার দেখান।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন, আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ