Views Bangladesh Logo

দুই দিনের সফরে ভারতে ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাতে দুই নেতা নৈশভোজে মিলিত হবেন। শুক্রবার অনুষ্ঠিত হবে তাদের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।

শীর্ষ বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে যোগ দেবেন এবং সেখানেই অবস্থান করবেন।

২০২১ সালের পর প্রথমবার ভারতে এলেন পুতিন। গত বছর মোদি মস্কো সফর করেছিলেন। ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের সাম্প্রতিক কূটনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার সকালে পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তাঁর কর্মসূচিতে আরও রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার গণমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’ উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ।

শুক্রবার রাত ৯টার দিকে পুতিনের ভারত ত্যাগ করার কথা রয়েছে। সফরকালে স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশ বিকল্প পেমেন্ট সিস্টেম, বাণিজ্য বৃদ্ধি এবং ক্ষুদ্র মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়েও আলোচনা করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ