Views Bangladesh Logo

এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখল রুশ সেনাদের

উক্রেনে অভিযানরত রুশ বাহিনী গত এক সপ্তাহে নতুন করে অন্তত ১০টি লোকালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের এসব এলাকা দখল করে রুশ সেনারা। একই সময় ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংসের কথাও জানিয়েছে তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকবার বিমান হামলার চেষ্টা করলেও প্রতিবারই সেগুলো প্রতিহত করা হয়েছে। ওই সময়ে ইউক্রেন হারিয়েছে একটি এসইউ–২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট ও এক হাজারেরও বেশি ড্রোন।

রুশ বাহিনীর এ দাবির বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন—এই চারটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।

দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা অভিযান অব্যাহত থাকলেও সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ