Views Bangladesh Logo

বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে রুশ পরিবহনমন্ত্রীর মরদেহ উদ্ধার

রাশিয়ার পরিবহন মন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরেই নিজের ব্যক্তিগত গাড়ি থেকে রোমান স্টারোভয়েটের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) ঘটনাটি ঘটে। রাশিয়ার স্থানীয় কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার স্টেট ইনভেস্টিগেটিভ কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানান, স্টারোভয়েটের মরদেহ তার ব্যক্তিগত গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি বলছে, সেই দিন সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পরিবহনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন এবং অ্যান্ড্রে কিনিটিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেন, তাকে বরখাস্তের সিদ্ধান্ত ‘বিশ্বাস হারানোর’ কারণে নয়। রাষ্ট্রপতির আদেশে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুতিন স্বাক্ষরিত এক সরকারি আদেশে রোমান স্টারোভয়েটের অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের মে মাস থেকে পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন রোমান স্টারোভয়েট।

এর আগে কয়েক বছর কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন স্টারোভয়েট। তিনি পরিবহনমন্ত্রী হওয়ার তিন মাস পরই কুরস্ক অঞ্চল ইউক্রেনীয় বাহিনীর দখলে যায়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই অঞ্চলটি ইউক্রেনের নিয়ন্ত্রণে ছিল। পরে রুশ বাহিনী অঞ্চলটি পুনরায় দখল করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ