শান্তির জন্য কিছু অঞ্চল ছাড়তে হবে রাশিয়া-ইউক্রেনকে: মার্কো রুবিও
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে উভয় দেশকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এমন ছাড় দেয়া হয়তো কঠিন ও অন্যায্য মনে হতে পারে, তবে যুদ্ধ থামাতে এটি অপরিহার্য।
রুবিও বলেন, ‘এটা সহজ নয়, হয়তো ন্যায্যও নয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হলে এটাই করতে হবে।’
তিনি আরও বলেন, চূড়ান্ত সীমান্তরেখা ঠিক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই পক্ষের মধ্যে যোগাযোগ উভয় পক্ষের মধ্যে যোগাযোগের সুবিধার্থে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে সমন্বয় করবে যুক্তরাষ্ট্র।
রুবিও বলেন, ‘আমরা সমন্বয় করতে সেখানে থাকব।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেয়া রুবিও নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেয়া যায়।
তিনি বলেন, ‘শান্তি চুক্তির পর এই নিশ্চয়তা বাস্তবায়ন করা দরকার, যাতে ইউক্রেন ভবিষ্যতের জন্য নিরাপদ অনুভব করে।’
রুবিও আরও জানান, অনেক দেশ নিরাপত্তা নিশ্চয়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করেন, সবচেয়ে শক্তিশালী নিশ্চয়তা হচ্ছে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে