Views Bangladesh Logo

রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে : ন্যাটো মহাসচিব

ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জার্মানিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া ইতোমধ্যেই গোপন অভিযান বাড়িয়েছে। 'আমাদের সেই ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যা আমাদের দাদা-দাদি বা প্রপিতামহরা মোকাবিলা করেছিলেন,' মন্তব্য করেন রুতে।

ন্যাটো প্রধানের এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে উদ্যোগী হয়েছেন।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে ইউরোপ যদি যুদ্ধ চায়, তাহলে রাশিয়া ‘প্রস্তুত’—এমন মন্তব্যও করেন তিনি।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ অভিযান শুরুর আগে পুতিন অনুরূপ বক্তব্য দিয়েছিলেন, যা বর্তমানে ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করতে পারছে না।

পুতিনের অভিযোগ, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তিনি ইঙ্গিত করেন, ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা শান্তি পরিকল্পনার খসড়া পরিবর্তনের চেষ্টা করছে।

সংশ্লিষ্টদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করলেও প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খসড়া শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষেই সুবিধা তৈরি করতে পারে। তাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দিয়ে খসড়ার সংশোধনের পক্ষে দাঁড়িয়েছে ইউরোপীয় নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ