ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান গভীর উদ্বেগজনক ও নিন্দনীয়: রাশিয়া
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এই হামলার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং কূটনৈতিক সমাধানের পরিবর্তে আদর্শিক বৈরিতাই প্রাধান্য পেয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং সম্পূর্ণভাবে নিন্দনীয়।'
বিবৃতিতে আরও বলা হয়, 'এই ধরনের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত তুলে ধরা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এখানে ব্যবসায়িক বাস্তবতার চেয়ে আদর্শিক বৈরিতাই প্রাধান্য পেয়েছে।'
রুশ বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম উল্লেখ করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবার পরিচালিত সামরিক অভিযানের সময় মাদুরোকে আটক করা হয়েছে।
রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন হামলায় রাশিয়ান নাগরিকদের আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আমরা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে