ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার
পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। দাবি সত্য হলে এটি চলমান যুদ্ধে রাশিয়ার বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
তবে কিয়েভ এ দাবিকে অস্বীকার করেছে। ইউক্রেনের ভাষ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় চাপ সৃষ্টি করতেই মস্কো এমন দাবি ছড়াচ্ছে।
দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলা এই শহরটি রেল ও সড়ক যোগাযোগের কারণে ইউক্রেনের জন্য ছিল অত্যন্ত কৌশলগত। সংঘর্ষে উভয়পক্ষের বহু সেনা হতাহত হয়েছে।
এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। বৈঠকের কিছু ঘণ্টা পরই পোকরোভস্ক দখলের দাবি প্রকাশ করে রাশিয়া।
ইউক্রেন সরাসরি বিষয়টি স্বীকার না করলেও দেশটির অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, 'আগামী কয়েক সপ্তাহ যুদ্ধক্ষেত্র ও আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন তথ্য ছড়াতে পারে।'
এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা এখনো পোকরোভস্ক ও আশপাশের এলাকায় প্রতিরক্ষা ধরে রেখেছে এবং রুশ সেনাদের মোকাবিলা করছে।
রবিবার যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভ তাকে শহরটি দখলের তথ্য দেন। পরে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে পোকরোভস্কের কেন্দ্রস্থলে রুশ পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেছে, যা সিএনএন যাচাই করেছে।
রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলায় সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন ইতোমধ্যেই রসদ সরবরাহের বিকল্প পথ ব্যবহার শুরু করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে