Views Bangladesh Logo

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নির্দেশনায় যুক্তরাষ্ট্রকে রাশিয়া ও চীনের সতর্কবার্তা

৩ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া ও চীন। ট্রাম্পের দাবি, প্রতিপক্ষদের কার্যক্রমের কারণেই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

১৯৪৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। ওই বছরই আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলা চালিয়ে বিশ্বকে স্তম্ভিত করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে পারমাণবিক অস্ত্র হয়ে ওঠে বিশ্ব ধ্বংসের প্রতীক।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিশ্বজুড়ে দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এক হাজারেরও বেশি ও সোভিয়েত ইউনিয়ন সাত শতাধিক পরীক্ষা চালিয়েছে। পরে ফ্রান্স, চীন ও ব্রিটেনও এতে যোগ দেয়।

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি (সিটিবিট) কার্যকর হওয়ার পরও ১০টি পরীক্ষা হয়েছে। ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পাল্লা দিয়ে চারটি পরীক্ষা চালায়। উত্তর কোরিয়াও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয় দফা পারমাণবিক পরীক্ষা চালায়।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠক ভেস্তে যাওয়ার পর রাশিয়া নতুন অস্ত্র পরীক্ষা চালায়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। চীনও বাড়াচ্ছে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার। এসব কারণেই যুক্তরাষ্ট্রের নতুন করে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত এসেছে বলে জানান ট্রাম্প।

চীন যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। রাশিয়া বলেছে, তাদের সাম্প্রতিক পরীক্ষা পারমাণবিক নয়, বরং পারমাণবিক শক্তিচালিত টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নিতে পারে, তবে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট বলেছেন— কেউ যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্থগিতাদেশ থেকে সরে যায়, রাশিয়াও তার সমান জবাব দেবে।

এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদনের কোনো কার্যক্রম তারা খুঁজে পায়নি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ