রাশিয়া ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মস্কো নয়াদিল্লির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে ইতিমধ্যেই দুটি চালু হয়েছে, এবং রাশিয়া নিশ্চিত করবে যে সেগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দিনের ভারতের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ তথ্য জানান। তিনি বলেন, 'আমরা কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। ছয়টি চুল্লির মধ্যে দুটি ইতোমধ্যেই এনার্জি নেটওয়ার্কে সংযুক্ত, বাকি চারটি নির্মাণাধীন। এই প্রকল্প ভারতের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের একটি বিবৃতিতে জানানো হয়েছে, কুদানকুলামের তৃতীয় চুল্লির জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হয়েছে।
পুতিন বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ ছাড়াও ছোট মডুলার চুল্লি এবং ভাসমান পারমাণবিক কেন্দ্র নির্মাণ, এবং পারমাণবিক প্রযুক্তির অ-শক্তি খাতে ব্যবহার যেমন চিকিৎসা ও কৃষিতে প্রয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, 'ভারতে তেল, গ্যাস, কয়লা ও জ্বালানি সরবরাহে রাশিয়া একটি নির্ভরযোগ্য অংশীদার। এটি দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য জ্বালানির অবিরাম সরবরাহ নিশ্চিত করবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে