Views Bangladesh Logo

ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তি অনুমোদন দিল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুদিনের ভারত সফরের আগেই দিল্লির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট।

এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনী একে অপরের দেশে গিয়ে লজিস্টিক সহায়তা ও সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে। অর্থাৎ উভয় বাহিনীর জন্য ঘাঁটি, সরঞ্জাম ও রসদের মতো সুবিধা উন্মুক্ত থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিন বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছাবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে। সফরে সামরিক সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি–তেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিনের সফরের ঠিক আগে তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা কতটা বিস্তৃত হবে তা অনেকাংশে নির্ভর করছে ভারতের আগ্রহ ও দেশটি কতটা উদ্যোগী তার ওপর।

কি রয়েছে ‘রেলোস’চুক্তিতে?

রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট (রেলোস) নামে পরিচিত এই সামরিক চুক্তিতে সই হয়েছিল চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। তবে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দেয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তিটি অনুমোদনের জন্য ডুমায় পাঠিয়েছিলেন।

পিটিআই জানিয়েছে, ‘স্টেট ড্যুমা’র স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন সভার শুরুতে তার ভাষণে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে ‘সার্বিক এবং কৌশলগত’ বলে বর্ণনা করেন এবং এই সম্পর্ককে যে যথেষ্ট গুরুত্ব দেয় তার দেশ, সেটাও উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ