Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেই স্বতন্ত্রভাবে লড়বেন রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে এই আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

তবে এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, ‘ইনশাল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু মনোনয়ন ফরম কিনব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব বাস্তবতা আছে। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট হয়েছে, তাই আসন ছেড়ে দিতে হয়েছে।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবস্থা নেওয়ার হলে তারা নিশ্চয়ই নেবেন। আমি আসলে এতে বাধা দিতে পারব না।’

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ অন্তত ছয়জন নেতা বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। উল্লেখ্য, আগের কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাদের শরিক দলগুলোর জন্য এই আসনটি ছেড়ে দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ