নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ‘পচা ডিম নিক্ষেপ’
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর দিক থেকে একাধিক পচা ডিম নিক্ষেপ করা হয়।
ডিম নিক্ষেপের সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি উত্তপ্ত না করে শান্ত থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে