Views Bangladesh Logo

৫২০ নম্বর কক্ষে শুধু শিশুদের আর্তনাদ

ত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত ও তাদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট।


সোমবার বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ জনকে আনা হয়েছে এখানে। স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তপক্ষকে। আগুনে পুড়ে যাওয়া ছোট্ট শিশুদের একের পর এক আনা হচ্ছিলো প্লাস্টিক সার্জারি ইউনিটের ৫২০ নম্বর কক্ষে। পুরো কক্ষে শুধু শিশুদের আর্তনাদ।

বিকেল ৪টার দিকে আনা হয় অহনা ও সুবাহকে। তারা দুজনই মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সার্জারি ইউনিটের ৫২০ নম্বর কক্ষে প্রবেশ করানোর সময় তারা দুজনই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তাদের সঙ্গে আসা অভিভাবকরাও চিৎকার দিয়ে আহাজারি করছিলেন। অহনার মা বলছিলেন- ‘আমার মা (মেয়ে) আজ সকালে উঠে স্কুলে যেতে চায়নি। বলছিলো ওর জ্বর। আমিই জোর করে পাঠিয়েছি। ওই খুনি বিমানটা আমার মায়ের (মেয়ে) ক্লাস রুমেই আঘাত করলো। কত কষ্ট পাচ্ছে মেয়েটা...।’ সুবাহ বলছিলো তার মাকে, ‘শরীরটাতো পুড়ে যাচ্ছে মা। আমার ক্লাস ম্যাম একদম পুড়ে গেছে। সে চেয়ারে বসা ছিল। পুড়ে যাওয়ার পরেও।’

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি ওই স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ