কাল থেকে পোশাক শ্রমিকরা পাবেন টিসিবির পণ্য
পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিকের মাঝে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম বুধবার (১৬ অক্টোবর) শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন টিসিবি যুগ্ম পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি জানান, গাজীপুরের টঙ্গীর জাবের এবং জুবায়ের ফেব্রিক্স গার্মেন্টসে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন।
হুমায়ুন কবির জানান, টিসিবির এই কর্মসূচি থেকে তেল, ডাল এবং ৫ কেজি করে চাল দেয়া হবে।
গত ২৯ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানান।
সে সময়কার শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি ছিল, তাদের রেশনের ব্যবস্থা করা। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ১৯ অক্টোবর আশুলিয়ার শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করা হবে।
টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন (শিল্প) এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিজিএমইএ ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে পোশাক শিল্প শ্রমিকদের দাবির বিষয়ে যৌথ ঘোষণায় বলা হয়, পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা নিরসনের লক্ষ্যে চারজন উপদেষ্টার সমন্বয়ে সভা হয়। মন্ত্রণালয়ের একাধিক টিম মাঠ পর্যায়ে পরিদর্শন করেন। পরে শ্রমিক নেতা ও পোশাক শিল্পের মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়। ফলে শ্রমিকদের দাবির বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে