Views Bangladesh Logo

ইসরায়েল-ইরান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ, সতর্কতা জারি

সরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে আকাশপথে নজিরবিহীন সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েল, ইরান, জর্ডান এবং ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ইরান সামরিক উত্তেজনার কারণেই এই সতর্কতা নেয়া হয়েছে। ফ্লাইট রাডার ২৪ নামের একটি বৈশ্বিক ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উল্লিখিত চার দেশের আকাশসীমায় বর্তমানে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করছে না।

এয়ার ফ্রান্স ঘোষণা দিয়েছে, তেল আবিবগামী এবং তেল আবিব থেকে আগত সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। লেবাননও একের পর এক ফ্লাইট বাতিল করছে।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় অন্তত ১৬টি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মাঝপথ থেকে ফিরে এসেছে বা রুট পরিবর্তন করেছে। ভারতের এই বিমান সংস্থা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেসব ফ্লাইট ফিরে এসেছে বা রুট পরিবর্তন করেছে, সেগুলোর বেশিরভাগই ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ছিল বা সেখান থেকে ফিরছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা আকাশপথ ব্যবহার না করার ব্যাপারে সতর্কতা জারি করছে। পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কায় আরও অনেক এয়ারলাইনস এই অঞ্চল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ