Views Bangladesh Logo

আরডিজেএডি’র অন্তর্বর্তী কমিটির সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক দীপক

Press Release

প্রেস রিলিজ

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএডি)-এর অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন এবং সহ-সভাপতি হিসেবে দ্য নিউজ-এর ফজলুল হক শাওন। সংগঠনের সাধারণ সম্পাদক দীপক দেবসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অন্তর্বর্তী কমিটিতে স্বপদে বহাল রয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় এই অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক দীপক দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল। সভায় নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরডিজেএডি’র নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুবরণ এবং সহ-সভাপতি তৈমুর ফারুক তুষারের দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে সংগঠনের এই দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করে একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবে।

অন্তর্বর্তী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
যুগ্ম সম্পাদক: খবরের কাগজ-এর জাহাঙ্গীর আলম
অর্থ সম্পাদক: ভিউজ বাংলাদেশ-এর বার্তা প্রধান মারিয়া সালাম
সাংগঠনিক সম্পাদক: কালবেলা’র রেজাউল করিম শামীম
দপ্তর সম্পাদক: সফিউর রহমান
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আর টিভির মনোরমা আকতার
প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: দৈনিক করতোয়ার রিপোর্টার ইসহাক আসিফ
সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক: জাহিদুর রহমান

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খায়রুজ্জামান কামাল, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল ও সালমা আফরোজ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ