Views Bangladesh Logo

ইরানে ফেরার বার্তা রেজা পাহলভির, শহরগুলো দখলে নেওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও কঠোর বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্দোলনের লক্ষ্য এখন শুধু রাস্তায় নামা নয়, বরং শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দখল রাখার প্রস্তুতি নেওয়া।

শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় রেজা পাহলভি এই আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়। লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল এবং তা ধরে রাখার প্রস্তুতি নেওয়া।

তিনি শনিবার ও রোববার আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার তথ্যমতে, শুক্রবারের বিক্ষোভে ব্যাপক জনসমাগমের জন্য আন্দোলনকারীদের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বাস করেন খুব শিগগিরই দেশে ফিরতে পারবেন।

উল্লেখ্য, রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভিকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়। পরে ১৯৮০ সালে তার মৃত্যু হয়।

এদিকে, চলমান বিক্ষোভ ও দমন অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, সাম্প্রতিক দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

সংস্থাটি আশঙ্কা করছে, ইন্টারনেট সংযোগ বন্ধ করে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হতে পারে।

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি শুক্রবার সতর্ক করে বলেন, নিরাপত্তা বাহিনী ব্যাপক গণহত্যার প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা যদি গুলি চালানো শুরু করেন, আমরাও গুলি চালানো শুরু করব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ