Views Bangladesh Logo

এই সংস্কারের মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে:জিএম কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তিনি গণভোট বা সংস্কারের পক্ষে নন, একথা তিনি কখনও বলেননি। তবে তিনি মনে করেন এই সংস্কারের মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে সরকার জনগণকে বোকা বানাচ্ছে। সঠিক নির্বাচন করতে হলে গণভোটের বিরুদ্ধে না ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, 'নির্বাচনে এখন পযর্ন্ত লেভেল প্লেয়িং ফিল্ড দেখা যাচ্ছে না। রংপুরের মতো জায়গায় আমাকে এরেস্ট করার চেষ্টা করা হচ্ছে।'

আজ বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর দর্শনায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তীকালীন সরকার মিলে একটি দল বানিয়েছে এই সরকার। মব সৃষ্টি করে সরকার গণহত্যা চালাচ্ছে; বিচারের নামে প্রহসন করে সরকার আবারও গণহত্যা সৃষ্টি করতে পারে।

পরে রাত ৮টায় জাপা চেয়ারম্যান নগরীর মুন্সিপাড়া করব স্থানে তার পিতা-মাতার করব জিয়ারত ও কেরামতিয়া মসজিদে কেরামতিয়া পীর সাহেবের মাজার জিয়ারত করেন।

এর আগে সন্ধ্যায় নগরীর দর্শনার পল্লীনিবাসে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের তিনি বলেন, গণঅভ্যূত্থানকে অর্ন্তবর্তী সরকার মেটিকুলাস ডিজাইন বলেছিল। সমন্বয়করা বর্তমান সরকারের নিয়োগদাতা ও সরকার বর্তমান তাদের অভিভাবক। জামায়াতের একটি অঙ্গসংগঠন এনসিপি ও বাকি কিছু দল। সরকারের নিয়োগদাতাদের নিয়োগদাতা হলো জামায়াত। তিনজন মিলে এখন সরকারি দল। সরকারি দল দেশে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, চাকরি জীবনে ও মন্ত্রী থাকাকালীন আমি ব্যাপক সংস্কার করেছি। হুসেইন মুহম্মদ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে রয়েছে। সংস্কারের বিপক্ষে আমরা নই, আমরা মনেকরছি যে প্রক্রিয়া সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে তার ভেতরে গভীর ষড়যন্ত্র রয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেওয়া এবং যে প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ তা কিছুই বুঝছে না।

তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স দাঁড়িয়ে যাবে। আমি আশঙ্কা করছি যে বিপ্লবী সরকার গঠন করে তারা বলবে হ্যাঁ ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। সংসদকে আমাদের কথা মতো চলতে হবে। সংস্কার মেনে চলতে হবে। সংসদ ও নতুন সরকারকে বাধ্য করা হবে তাদের কথা মতো চলতে। সংসদ ও নতুন সরকার কার্যকরভাবে তাদের কাজ করতে পারবে না।

জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল বা প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিলীন করার জন্য গণহত্যা করা হচ্ছে। আমি আশঙ্কা করছি আগামীতে বিচারের নামে প্রহসণ করে আরেকদফা দেশে গণহত্যা হতে পারে। এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।

এরপর তিনি রাত ৮টায় মুন্সিপাড়া কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করেন এবং কেরামতিয়া মসজিদে গিয়ে দোয়া মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ