গণভোটের প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণভোট নিয়ে সরকারের সব ধরনের প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে কারণে আগামীকাল পর্যন্ত গণভোট নিয়ে সরকারের প্রচারণামূলক কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।’
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সরকার সারাদেশে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছিল। ইতোমধ্যে প্রচারণামূলক গাড়ি সার্ভিস শুরু হয়েছে এবং একাধিক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে