Views Bangladesh Logo

অপরাধপ্রবণতা কমান, খুন-হত্যা বন্ধ করুন

বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের একটা দারুণ কথা আছে, ‘তুমি যদি কাউকে ঘৃণা করো তবুও তাকে খুন করতে পারো না, কারণ, বিশ্বব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজলেও তুমি আর তাকে খুঁজে বের করতে পারবে না।’ আরেকটা কথা আছে কার যেন, কথাটা অনেকটা এরকম- তোমার কাছে হয়তো কেউ ঘৃণার পাত্র; কিন্তু তার পরিবারের কাছে, তার প্রিয়জনের কাছে সে-ই পুরো জগৎ।

এসব কথা বাংলাদেশে আজ অনেকটাই অর্থ হারিয়েছে। যে ঘৃণার চাষ শুরু হয়েছে জানি না তার শেষ কোথায়? সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড দেশের মানুষকে খুবই উদ্বিগ্ন করে তুলেছে। গত ছয় মাসে দেশে খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের সামাজিক অপরাধ বেড়েছে এমন তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য থেকেই পাওয়া গেছে। গতকাল সোমবার (১৪ জুলাই) প্রেস উইং ২০২০ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধের পরিসংখ্যান তুলে ধরেছে।

যদিও প্রেস উইং বলেছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরে অপরাধ বেড়েছে যা নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। চলতি বছর অপরাধ খুব বাড়ছে- এই দাবি পরিসংখ্যান পুরোপুরি সমর্থন করে না। বরং গত ১০ মাসে বড় অপরাধগুলোর ঘটনা একই ধরনের রয়েছে।

অথচ প্রেস উইংয়ের সরবরাহ করা অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ছয় মাসে খুনের মামলা বেড়েই চলছে। জানুয়ারিতে মামলা হয়েছে ২৯৪টি। ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ৩০০টি। এরপর মার্চে খুন ৩১৬টি, এপ্রিলে ৩৩৮টি, মে মাসে ৩৪১টি। আর গত জুনে খুনের মামলা ছিল ৩৪৪টি।

তাহলে প্রেস উইং কেন এই দাবিকে সমর্থন করছে না? প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে বোঝা যায়, বর্তমানে দেশে কোনো বড় ধরনের অপরাধের ঢেউ বয়ে যাচ্ছে না। বরং সবচেয়ে গুরুতর কিছু অপরাধের হার কমেছে কিংবা আগের মতোই রয়েছে। মাত্র কিছু নির্দিষ্ট শ্রেণির অপরাধ বৃদ্ধি পেয়েছে।

নাগরিকদের সতর্ক থাকা উচিত, একই সঙ্গে আস্থা দরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে- তুলনামূলক অপরাধপ্রবণতার স্থিতিশীলতার চিত্র এই বার্তাই দিচ্ছে।

বড় অপরাধ বলতে প্রেস উইং কী বোঝাচ্ছে তাও ঠিক আমাদের বুঝে আসছে না; কিন্তু এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, গত বছরগুলোর তুলনায় এ সময় জনমনে আতঙ্ক প্রবল। জনগণের এই আতঙ্ককে প্রেস উইং অগ্রাহ্য করতে পারেন না। শুধু পরিসংখ্যান দিয়ে সব প্রমাণও হয় না। যে ধরনের হত্যাকাণ্ড, অপরাধপ্রবণতা এখন চলছে তার কোনো তুলনা হয় না।

তাই আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, অপরাধকে বড়-ছোট, সংখ্যার বিচারে না দেখে সমস্ত অপরাধকে ভয়াবহ সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলা হিসেবে চিহ্নিত করুন এবং সমাজ-রাষ্ট্র থেকে এসব অপরাধ, হত্যা-খুন-ধর্ষণ কমানোর জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। শুধু পরিসংখ্যানের আলোকে নয়, অপরাধপ্রবণতাকে চিহ্নিত করুন জনমনের আতঙ্ক দেখে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ