গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৩৫ মরদেহ উদ্ধার
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ চিত্র সামনে আসছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ১৫৫টি মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
যুদ্ধবিরতি ও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর উদ্ধারকর্মীরা আগে যেসব এলাকায় প্রবেশ করতে পারেননি, সেসব এলাকায় এখন তারা প্রবেশ করতে পারছেন।
উদ্ধার হওয়া মরদেহগুলো গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে ৪৩টি গাজা সিটির আল-শিফা হাসপাতালে, ৬০টি আল-আহলি আরব হাসপাতালে, ৪টি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি খান ইউনুসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রগুলো আরও জানায়, ইসরায়েলি বিমান হামলায় গত শুক্রবার নতুন করে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় ভোররাতের এক বিমান হামলায় ঘাব্বুন পরিবারের ১৬ সদস্য নিহত হন। এছাড়া রাদওয়ান এলাকায় এক বেসামরিক নাগরিক ও খান ইউনুসে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
তবে এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে হামাস আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাসের পক্ষ থেকে ২০ জীবিত জিম্মি এবং আরও কয়েকজনের মরদেহ ফেরত দেয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে