Views Bangladesh Logo

চৌধুরী মামুনের জবানবন্দি নেয়ার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ: হাসিনার আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা হত্যা মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মো. আমির হোসেন ট্রাইব্যুনালে জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলেছেন।

সাক্ষীকে জেরা করার সময় তিনি অভিযোগ তুলে বলেন, ‘ত্রুটিপূর্ণ ও বেআইনি প্রক্রিয়ায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চৌধুরী মামুনকে জবানবন্দি দেয়ার পূর্বে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় দিয়েছেন। পরে তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। কিন্তু এই জবানবন্দি দিলে মামুনের কী পরিণতি হতে পারে, সে সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাকে অবহিত করেননি।’

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ চলাকালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে আমির হোসেন এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হয়।

এদিন সাক্ষ্য দিতে এসে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ট্রাইব্যুনালকে বলেন, ‘তিনি গত ২৪ মার্চ এই মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন এবং আসামি মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদের উপস্থিতিতে চৌধুরী মামুনের জবানবন্দি রেকর্ড করেছেন।’ তিনি বলেন, ‘জবানবন্দি রেকর্ডের পূর্বে তিনি বেলা সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তাঁর খাস কামরায় আড়াই ঘণ্টা সময় দিয়েছেন। পরে চৌধুরী মামুন চিন্তাভাবনা করে স্বেচ্ছায় তাঁর জবানবন্দি দিয়েছেন।’

পরে সাক্ষ্যর জেরায় আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেন, ‘আপনি তাঁর জবানবন্দি নেওয়ার পূর্বে তাকে পরিণতি সম্পর্কে অবহিত করেননি।’ জবাবে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমি প্রত্যয়নপত্রে সব উল্লেখ করেছি। সাবেক আইজিপি হিসেবে চৌধুরী মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিণতি সম্পর্কে যথেষ্ট অবহিত ছিলেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ