বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খাঁন, ঝিনাইদহে বিক্ষোভ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, রাশেদ খাঁন তার পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
তিনি জানান, গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এরই মধ্যে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে রাশেদ খাঁনকে প্রার্থী করার সিদ্ধান্তের খবের বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়।
বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (ফিরোজ) এবং জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দুজনই এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে গড়ে ওঠা আসনে ‘বহিরাগত’ কাউকে মনোনয়ন দেওয়া মেনে নেওয়া যায় না।
এদিকে রাশেদ খাঁনকে প্রত্যাহার না করা হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন সাইফুল ইসলাম। পাশাপাশি, স্থানীয় যুবদলের দুই কর্মী প্রকাশ্যে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে