১৫ দিনের মধ্যে ভূমিকম্পের ডিইএ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রাজউকের
শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন শুরু করেছে। সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে বিস্তারিত ডিজাস্টার অ্যান্ড ইমারজেন্সি অ্যাসেসমেন্ট (ডিইএ) রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় রাজধানীর কয়েকটি ভবনে ফাটল ধরা পড়েছে বলে জানিয়েছে রাজউক।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম-এর নির্দেশনায় ডেভেলপমেন্ট কন্ট্রোল উইং-এর কর্মকর্তারা ভবনসমূহ পরিদর্শন করে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছেন।
বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ, যা আগে থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, এখন অতিরিক্ত ক্ষতির পর অবিলম্বে সিল করা হয়েছে। গুলশানে একটি ১০ তলা ভবনের ফাটলধরা কলামের কারণে সতর্কতার স্বরূপ সুইমিংপুলের পানি খালি করা হয়েছে।
রাজউক আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেছে, যেমন টিকাতুলি, ওয়াড়ী, মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
সোমবার সকাল ১০টায় রাজউক চেয়ারম্যানসহ কর্মকর্তারা আরমানিটোলা, বাড্ডা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত ভূমিকম্প ক্ষতিগ্রস্ত সাইট পরিদর্শন করে চূড়ান্ত মূল্যায়ন করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে