ডনবাস নিয়ে কোনো ছাড় নয়, পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হয় আমরা শক্তি প্রয়োগ করে এ অঞ্চলগুলো স্বাধীন করব, অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে।” বর্তমানে ডনবাসের ৮৫ শতাংশই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছেন, তারা ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না। এমন পরিস্থিতিতে পুতিনের সতর্কবার্তা নতুন উত্তেজনা তৈরি করেছে।
পুতিনের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রুশ নেতা “যুদ্ধ বন্ধ করতে চান।” মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ার আলোচকদের বৈঠক হয় এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফও পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
পুতিন জানিয়েছেন, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো দিয়েছে—তার কিছুতে রাশিয়া সম্মত হলেও কিছু পয়েন্টে তাদের আপত্তি রয়েছে। তবে কোন কোন বিষয়ে আপত্তি আছে, তা তিনি স্পষ্ট করেননি।
সম্প্রতি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কিছু সফলতা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
যুক্তরাষ্ট্র গত ২৩ নভেম্বর প্রথম শান্তি চুক্তির প্রস্তাব দেয়। ২৮ দফার সেই প্রস্তাবের একটি মূল দফায় বলা হয়—ডনবাসের যেসব অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে, সেগুলো রাশিয়াকে হস্তান্তর করতে হবে। এই দফার তীব্র বিরোধিতা করেছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো। যদিও গত সপ্তাহে প্রস্তাবের কিছু দফায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে কিয়েভ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে