ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন পুতিন
রুশ পতাকাবাহী একটি ট্যাংকারে হামলার জেরে ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, পরিস্থিতি অব্যাহত থাকলে ইউক্রেনকে সম্পূর্ণভাবে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক হামলাগুলো ‘দস্যুতা’ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, “রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে প্রবেশ করা জাহাজগুলোকে লক্ষ্য করবে।”
এছাড়া, হামলা অব্যাহত থাকলে ইউক্রেনকে সহায়তা দেওয়া দেশগুলোর জাহাজেও আঘাত হানার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দেন পুতিন। যদিও তিনি এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং সম্ভাব্যতা যাচাইয়ের বিষয় হিসেবে উল্লেখ করেন।
আরও কঠোর অবস্থান জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে—ইউক্রেনকে পুরোপুরি সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তখন এসব দস্যুতার সুযোগ আর থাকবে না।”
এদিকে রাশিয়ার দাবি, গত দুই দিনে তাদের অন্তত তিনটি ট্যাংকারে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার মস্কোতে পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনা করলেও তাতে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রুশ উপদেষ্টা ইউরি উসাকোভ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে