Views Bangladesh Logo

পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এ ধরনের পরীক্ষা চালানো সম্ভব।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালায়নি। বর্তমানে ২১ শতকে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা এমন পরীক্ষা চালিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ