Views Bangladesh Logo

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘বোঝাপড়া’ হয়েছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত মাসে আলাস্কার বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি ‘বোঝাপড়া’ করেছেন। এই বোঝাপড়া ‘ইউক্রেনে শান্তির পথ খুলে দিতে পারে’ বলেও মনে করেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে রাশিয়ার আক্রমণকে সমর্থনও করেন পুতিন। সংঘাতের জন্য আবারও ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে ন্যাটোর চাপ ও পশ্চিমাদের দায়ী করেন।

বিবিসি জানায়, রাশিয়া ইউক্রেনের ওপর দ্বিতীয় বৃহত্তম বিমান হামলা শুরুর কয়েকদিন পরই পুতিনের এই মন্তব্য এসেছে।

তবে তিনি বলেননি যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেবেন কি না। এজন্য সোমবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে দিয়েছেন, পুতিন ট্রাম্পের সময়সীমা উপেক্ষা করলে বোঝা যাবে যে, রাশিয়ান নেতা তার মার্কিন প্রতিপক্ষের সঙ্গে ‘খেলছেন’।

মস্কোর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে শক্তিশালী করতে গিয়ে পশ্চিমা সমালোচনার মুখে এখন রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারত। ‘ইউক্রেন সংকট সমাধানে’ তার প্রচেষ্টাকে সমর্থন করায় দুই দেশের নেতাদের ধন্যবাদও জানিয়েছেনে পুতিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ