Views Bangladesh Logo

শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ব্যক্তিগত অনুরোধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে এ দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, তীব্র শীতের কারণে ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে তিনি পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও অন্যান্য শহর এবং জনপদে হামলা বন্ধ রাখার অনুরোধ করেছিলেন।

‘আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। আমি বলব, এটি খুবই ইতিবাচক একটি বিষয়,’ বলেন ট্রাম্প।

সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ধারাবাহিক হামলায় বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে প্রচণ্ড শীতের মধ্যে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যখন নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এ বক্তব্য এলো।

ওয়াশিংটনের শৈত্যপ্রবাহের সঙ্গে তুলনা টেনে ট্রাম্প বলেন, ‘এটি সাধারণ কোনো ঠান্ডা নয়, এটি নজিরবিহীন শীত। ইউক্রেনেও রেকর্ডভাঙা ঠান্ডা পড়ছে। আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ইউক্রেনবাসী আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।

তবে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, হামলা বন্ধের বিষয়টি বাস্তবে কার্যকর করতে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন।

গত বছর আলাস্কায় কোনো বড় অগ্রগতি ছাড়াই পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এরপরও ইউক্রেনে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে পুতিন তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে ঠিক কবে এ বিষয়ে কথা হয়েছে কিংবা কথিত এ যুদ্ধবিরতি কবে থেকে কার্যকর হবে—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। তিনি বলেন, অনেকেই তাকে ফোন করে সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুতিন সম্মত হয়েছেন। সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ