Views Bangladesh Logo

নিজ এলাকায় জনসভা: পুনর্বাসন, কর্মসংস্থান ও নিরাপত্তার প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজের নির্বাচনী এলাকায় জনসভা করে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে আজ শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। ভাষানটেক এলাকা এই আসনের অন্তর্ভুক্ত।

জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান জানান, তিনি এই এলাকার সন্তান। এখানেই বড় হয়েছেন। তাই এলাকার মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও সমস্যার দায় তিনি নিতে চান। সুযোগ পেলে ইনশা আল্লাহ এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন তিনি।

জনসভায় অংশ নিতে দুপুরের পর থেকেই ভাষানটেক ও আশপাশের এলাকা থেকে বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক বিআরবি ময়দানে জড়ো হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিতরা।

বক্তব্যের শুরুতেই দর্শকসারিতে থাকা কয়েকজনকে মঞ্চের কাছে ডেকে এনে তাদের অভিজ্ঞতা শোনেন তারেক রহমান। ভাষানটেকের রিকশাচালক মো. জুয়েল জানান, থাকার জায়গার অভাব তাদের সবচেয়ে বড় সমস্যা। তিনি পুনর্বাসনের দাবি জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনা আক্তার বলেন, ক্যান্টনমেন্ট এলাকা সুশৃঙ্খল হলেও ভাষানটেক খুবই অনুন্নত, তাই এলাকার উন্নয়ন চান তারা। লিলি নামের এক বস্তিবাসী নারী পুনর্বাসন ও ফ্যামিলি কার্ডের দাবি জানান। শান্তা নামের আরেক নারী বলেন, নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ নেই।

সমস্যাগুলো শুনে তারেক রহমান বলেন, পুনর্বাসন, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান—এসব বিষয় বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার দিয়ে সমাধান করা হবে।

অতীতের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর এখন দেশের প্রতিটি খাত পুনর্গঠনের সময় এসেছে। এই দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে। তিনি বলেন, জনগণ যতবার ধানের শীষে ভোট দিয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই তাকে এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের শাসনামলে গত ১৫–১৬ বছরে দেশের বিভিন্ন খাত ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ নতুন ও ভালো পরিবর্তন চায়—যেখানে মানুষের সমস্যা সমাধান হবে, নিরাপত্তা বাড়বে, তরুণদের কর্মসংস্থান হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পাবে।

গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করার রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।

তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং বিদেশে দক্ষ কর্মী হিসেবে পাঠানোর পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। খেলাধুলার উন্নয়নেও বড় ধরনের সংস্কারের আশ্বাস দেন তিনি, যাতে তরুণরা প্রফেশনাল খেলোয়াড় হিসেবে জীবিকা অর্জন করতে পারে।

নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এসব কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা, কৃষিঋণ, কৃষি বিমা ও সার-বীজসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ