পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় রাজশাহী ছড়া সংসদ পদক পেলেন পারভেজ বাবুল
পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী ছড়া সংসদ পদক পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুল।
ছড়া সাহিত্য, সংস্কৃতিচর্চা ও গুণিজন সম্মাননা উৎসব উপলক্ষে রাজশাহী ছড়া সংসদের আয়োজনে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পারভেজ বাবুলকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তাকে পরিবেশ সংরক্ষণ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় অবদানের জন্য বিশেষ পদক তুলে দেওয়া হয়। এর আগে তিনি পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত পারভেজ বাবুল একজন সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি এবং পরিবেশ ও নারী উন্নয়ন কর্মী। তাঁর লেখালেখিতে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা নিয়ে তিনি নিয়মিত লিখে আসছেন।
তিনি ইংরেজি ভাষায় মূলধারার গণমাধ্যমে তিন শতাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন। তার একটি লেখা যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
পরিবেশবান্ধব ও নারী-বান্ধব লেখক হিসেবে পরিচিত পারভেজ বাবুলের বাংলা ও ইংরেজি ভাষায় প্রবন্ধ, উপন্যাস ও কাব্যগ্রন্থসহ প্রকাশিত বইয়ের সংখ্যা ১১টি। তিনি ২০১৬ সালে জাতিসংঘের আমন্ত্রণে মরক্কোয় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এ ছাড়া আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপের আওতায় তিনি বিভিন্ন দেশ সফর করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন। দুই দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ধূমপান ও মাদকবিরোধী এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার পারভেজ বাবুল তার লেখালেখি ও কর্মের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে অবদান রেখে চলেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে