Views Bangladesh Logo

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর উত্তাল হয়ে ওঠা বিক্ষোভকারীরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। পদত্যাগ করেন কেপি শর্মা অলি।

জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকেই পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ, যা সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে।

মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালানোর পর মূল ভবনে আগুন ধরিয়ে দেয়।

পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শত শত মানুষ পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়েছে এবং তারা মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।'

এই ঘটনার পর নেপালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ