Views Bangladesh Logo

কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের ধাওয়া ও হামলার শিকার নেপালের অর্থমন্ত্রী

নেপালে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে ধাওয়া করে বিক্ষোভকারীরা শারীরিকভাবে আক্রমণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পাউডেল জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন, বিক্ষোভকারী তাকে ধাওয়া করছে। এসময় এক তরুণ বিক্ষোভকারী হঠাৎ সামনে থেকে এসে লাথি মারলে তিনি দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যান। তবে দ্রুত উঠে আবার দৌড়াতে থাকেন তিনি।

জেন-জিদের নেতৃত্বাধীন এই বিক্ষোভ শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দাবিতে। সোমবার থেকে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। একইদিন কাঠমান্ডুর রাস্তায় অর্থমন্ত্রী পাউডেল ধাওয়া করে হামলা চালায় বিক্ষোভকারীরা।

কারফিউ জারি সত্ত্বেও বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র শেখর খানাল।

প্রধানমন্ত্রী অলির পদত্যাগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিক্ষোভকারীরা পুরো সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছে। পরিস্থিতি নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার দিকেই ইঙ্গিত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ